আরণ্যক দীপু স্মৃতি পদক

মাত্র ২৮ বছর বয়সে এক অপার সম্ভাবনাময় তরুণ অভিনেতা ও রূপসজ্জাকর শিল্পী আমিনুল এহসান দীপু জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সে ছিল একাধারে প্রতিভাবন অভিনেতা আবার আধুনিক রূপসজ্জায় ক্রমেই সে উৎসাহিত হয়ে উঠছিল। তার এ অপ্রত্যাশিত মৃত্যু দলকে গভীরভাবে নাড়া দেয়। সারাদেশের নাট্যাঙ্গনে এ মৃত্যু এক গভীর বেদনাবিধুর পরিস্থিতির সৃষ্টি করে। আমাদের দলেও এক ভীষণ শূন্যতার সৃষ্টি হয়। দলে দীপুর অবদান ও ভালোবাসার কথা স্মরণ রেখে দীপুর প্রথম মৃত্যুবার্ষিকী ১৯৯৭ তে ঘোষিত হয় দীপু আরণ্যক স্মৃতি পুরস্কার’।

আমিমুল এহসান দীপু
(২৮ অক্টোবর ১৯৬৯- ১৮ আগস্ট ১৯৯৬)
আমাদের দুঃখ জাগানিয়া পাখি। দুরন্ত কৈশরে যে বালক অবাক বিস্ময়ে উঁকি মারতো মহড়াকক্ষে মঞ্চের পাদপ্রদীপ তখন থেকেই হাতছানি দিয়ে ডাকতো তাকে পুড়ে মরবার জন্য। তারপর একদিন কেমন করে সে যেন হয়ে গেল মঞ্চেরই একজন। তখন সে প্রাণবন্ত টসবগে যুবক। কিন্তু হারিয়ে গেল হঠাৎ করেই।‘দেহ পট সনে নট সকলি হারায়’-নাজিম হিকমতের কবিতার মতই বিংশ শতাব্দিতে শোঁকের আয়ু বড়জোর একবছর। তবু দীপু আমাদের বারবার ডাকে, এক অমোঘ আকর্ষণ আমাদের নিয়ে যায় তার কাছে। কী সেই দুর্নিবার আকর্ষণ? আর তাই দীপু আমাদের কাছে ফিরে আসে প্রাণের উৎস হয়ে। আরণ্যক দীপু স্মৃতি পদক সেই জীবনে জীবন যোগ করার এক অন্তহীন অভিযাত্রা…

এ যাবত সাতজন গুণী শিল্পীকে আরণ্যক দীপু স্মৃতি পদক দেয়া হয়েছে –

প্রথম-১৯৯৮
শিমূল ইউসুফ

দ্বিতীয়-২০০০
তারিক আনম খান

তৃতীয়-২০০১
এস, এম, সোলায়মান (মরণোত্তর)

চতুর্থ-২০০৪
ত্রপা মজুমদার

পঞ্চম-২০১৩
মলয় ভৌমিক

ষষ্ঠ-২০১৫
ঝিমিত ঝিমিত চাঙমা

সপ্তম-২০১৭
জ্যোতি সিনহা