“১৯৭২ থেকে ২০২২। পৃথিবীর দীর্ঘতম যাত্রাও শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ। সেদিন যা ছিল একটি ছোট্ট পদক্ষেপ, আজ তার বয়স ২৫ বছর। মাড়ি-মড়ক-বানভাসি-হত্যা-সন্ত্রাস-বিপর্যয়ের দেশে ৫০ পূর্তি, সহস্র হতাশার মাঝৈ একটি উজ্জ্বল আশার বিন্দু। শুধুমাত্র আবেগ আর সদিচ্ছাকে ধারণ করে, সেদিন শূন্য মঞ্চে আমরা যে যাত্রার শুরু করেছিলাম, তা আজ এক সুদূর লক্ষ্যভিসারী। নানা বিপর্যয়, প্রতিকূল পরিবেশকে অবজ্ঞা করে, পথ চলেছি সৃষ্টির আনন্দে। অনেক হতাশা, বেদনা আমাদরে পথ রুদ্ধ করতে চেয়েছে কিন্তু পারেনি। এই প্রতিকূল পরিবেশ জয় করতে পেরেছি শুধুমাত্র, আরণ্যকের নিবেদিতপ্রাণ কর্মী, পরম আপনজন প্রিয় দর্শকক আর শুভাকাঙ্ক্ষীদের আনুকূল্যে।
প্রিয় দর্শক, আপনাদের জানাই সশ্রদ্ধ অভিনন্দন। ২০ ফেব্রুয়ারি ১৯৭২, সেদিন যে শিশুটি জন্ম নিয়েছিল আজ তার বয়স পঞ্চাশ। কিন্তু একটি নাট্যদলের পঞ্চাশ বছর তার চেয়েও বেশি কর্মমূখর, যৌবনময়। আমরা আজও পথ চলছি এক বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে। আমাদের বিশ্বাস সেই সুদূর পথযাত্রায় অতীতের মতন ভবিষ্যতে আপনাদের পাব আমাদের পাশে। আজ এই লগ্নে আগামী দিনের নতুনপ্রত্যয়ে পথ চলার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চাই আমাদের অন্তহীন শিল্প যাত্রায়।”
জয় হোক শিল্পের
জয় হোক মানুষের
মিশে যাক শিল্প আর জীবনের সীমানা।
