আরণ্যকের স্লোগান

শ্রম আর শিল্প আজ কতিপয় মধ্য¦ত্ত্বভোগীর করায়ত্ত। শ্রম আর ঘমের মিলিত ফসল শিল্প আজ পরিণত হয়েছে ব্যবসায়ী পণ্যে। অশ্লীল কুরুচি সম্পন্ন এই শিল্প বেনিয়ারা কুক্ষিগত করে রেখেছেছ জনগণের প্রাণের সম্পদ। শোষণকে দঢ় থেকে সুদৃঢ় করার ক্ষ্যৈ তারা এর ব্যবহারে হয়ে উঠেছে অনেক অনেক বেশি সুনিপুণ। আজ সময় পেরিয়ে যাচ্ছে সেই অচলায়তন ভাঙার।
আরণ্যক মনে করে একজন নাট্যকর্মী, তিনি নাট্যকার অভিনেতা কুশলী কিম্বা নেপথ্যকর্মী যাই হোক না কেন তাকেক সমাজের কোনো না কোনো স্তরে বাস করতে হয়।
সমাজ বিচ্ছিন্ন কোনো শিল্পকর্মীর অবস্থান শুধু অসম্ভব নয় অকল্পনীয়ও বটে। সে কারণেই আজ আমরা লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত করে তুলতে চাই-শিল্প বেনিয়ারা নিপাত যাক- জনগণ ফিরে পাক তাদের লুণ্ঠিত সম্পদ।
তাই নাটক আজ শুধু বিনোদন নয় শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ম হাতিয়ার। কার্ল মার্কস মৃত্যু শতবর্ষে আরণ্যক এই স্লোগান তোলে। ১৯৮৩-র মার্চ এপ্রিলের একটি প্রকাশনা থেকে অংশটি গৃহীত। এর আগেও তারা বিভিন্ন স্লোগান উব্ধৃত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বেছে নেয় বর্তমান স্লোগানটি।